রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'(Bharat Jodo Yatra) নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা(TMC MP Shatrughan Sinha)। আসানসোলের সাংসদের(Asansol MP) কথায়, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা অভূতপূর্ব। এটা একটা বৈপ্লবিক যাত্রা। এমনকি, প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর এবং লালকৃষ্ণ আদবানীর(Lalkrishna Advani) রথযাত্রার সঙ্গেও প্রাক্তন কংগ্রেস সভাপতির(Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার তুলনা করেন শত্রুঘ্ন। তাঁর কথায়, রাহুল ধর্ম, বর্ণ, জাত-পাতের ঊর্ধ্বে উঠে দেশের সকল মানুষকে একত্রিত করার চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে সাড়া পাওয়া যাচ্ছে এই যাত্রায়। তবে, একে সাংসদের(Shatrughan Sinha on Rahul Gandhi) ব্যক্তিগত মত বলে উড়িয়ে দিয়ে তৃণমূলের(TMC slams Rahul Gandhi) কটাক্ষ, আগে কংগ্রেসের নিজের ঘর সামলাক, পরে ভারত জুড়বে।
শত্রুঘ্ন সিনহার(Shatrughan Sinha on Bharat Jodo Yatra) কথায়, রাহুলের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সবরকমের যোগ্যতা রয়েছে। এখানেই না থেমে তিনি বলেন, রাহুলের(Rahul Gandhi) পরিবারের লোক প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এরপরেই তাঁর প্রাক্তন দল বিজেপিকে(Shatrughan Sinha slams BJP) উদ্দেশ্য করে তিনি বলেন, বিজেপি(BJP) সবসময় জানতে চায় কংগ্রেস ৭০ বছরে কী করেছে। বিজেপিকে শত্রুঘ্নের পাল্টা প্রশ্ন, দেশকে আইআইটি(IIT) এবং আইআইএম-এর(IIM) মতো প্রতিষ্ঠান কে দিয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) রাহুলের ভারত জোড়ো যাত্রা(Bharat Jodo Yatra) যে বড় প্রভাব ফেলবে, তাও জানান আসানসোলের তৃণমূল সাংসদ(Asansol TMC MP)।