ফেসবুক লাইভ চলাকালীন গুলি করে খুন করা হল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার এক নেতাকে৷ মৃতের নাম অভিষেক ঘোষালকর। বৃহস্পতিবার মুম্বইতে ফেসবুক লাইভ চলাকালীন তাঁকে পর পর গুলি করা হয়। জানা গিয়েছে, শিবসেনা নেতাকে গুলি করার পর আততায়ীও আত্মহত্যা করেছেন। আততায়ীর নাম মৌরিস নরোনহা, যিনি মৌরিস ভাই নামে পরিচিত।
শিবসেনা নেতা অভিষেক আততায়ী মৌরিসের সঙ্গেই ফেসবুক লাইভ করছিলেন। তার মাঝেই তাঁকে পর পর গুলি করেন মৌরিস৷ জানা গিয়েছে দুজনের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল।
ফেসবুক লাইভে তাঁরা কীভাবে একত্রে গরীব মানুষকে সাহায্য করেছেন তা নিয়ে কথা বলছিলেন৷ দুঃস্থ মানুষজনকে শাড়ি দেওয়ার পরিকল্পনার কথাও শেয়ার করছিলেন তাঁরা। আচমকাই পর পর গুলি করেন মৌরিস।
অভিষেকের বাবা বিনোদ ঘোশালকর প্রভাবশালী শিবসেনা নেতা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।