মহাবিপাকে মহারাষ্ট্র সরকার! শিবসেনা (Shivsena) মন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) সহ ২৯জন বিধায়ক গত কয়েক ঘণ্টা ধরে সুরাতের একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন। সবাইকে চমকে এবার তাঁদের গন্তব্য বিজেপিশাসিত অসমে। ইতিমধ্যে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছেও গিয়েছেন বিক্ষুব্ধ বিধায়কেরা। উত্তর পূর্বের এই রাজ্য থেকেই পশ্চিমী রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার বিধান পরিষদের ফল প্রকাশের পর শোনা গিয়েছিল, ২৯ জন বিধায়ক নিখোঁজ। দিনভর নাটকের পর জানা যায় একনাথ শিন্ডে সহ ৩৩ জন শিবিসেনা বিধায়ক এবং ৭ জন নির্দল বিধায়ক গুজরাটের সুরাটের একটি রিসর্টে রয়েছেন।
মঙ্গলবার গভীর রাত পর্যন্ত শিবসেনার বেশ কয়েকজন নেতা তাঁদের বোঝানোর চেষ্টা করেন। এমনকি মিলিন্দ নার্ভেকরের ফোন থেকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথাও বলেছেন একনাথ শিন্ডে। কিন্তু কোনও ফল হয়নি।
প্রায় ১০ মিনিট ধরে দুজনের মধ্যে কথাবার্তা চলে। এমনকি উদ্ধব ঠাকরের স্ত্রীয়ের সঙ্গে শিন্ডের কথা হয়। কিন্তু এই আলোচনাতে কোনও সুরাহা হয়নি।