দিল্লির শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের তদন্তে নেমে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দিল্লি পুলিশ। লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে হত্যা করে তার দেহ ৩৫ টুকরো করার অভিযোগ উঠেছিল অভিযুক্ত আফতাব পুনওয়ালার বিরুদ্ধে৷ সেই টুকরো দিল্লির বিভিন্ন প্রান্ত ছড়িয়ে দেওয়ার অভিযোগ আফতাবের বিরুদ্ধে৷ খোঁজ চলছিল শ্রদ্ধার দেহাংশের৷ এবার জঙ্গল থেকে উদ্ধার হল শ্রদ্ধার কাটা মুন্ডু।
দিল্লির তদন্তকারী সংস্থা জানিয়েছে জঙ্গলে সার্চ অপারেশন চালাতে গিয়ে উদ্ধার হয় একটি মাথার খুলি, এবং থুতনির কিছু অংশ৷ দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান এটিই শ্রদ্ধা ওয়াকারের মাথার অংশ। ইতিমধ্যেই উদ্ধার হওয়া হাড় এবং খুলি পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য।
প্রসঙ্গত, শনিবারই দিল্লি পুলিশের হাতে এসেছে একটি CCTV ফুটেজ, যেখানে কাঁধে ব্যাগ নিয়ে এক যুবককে দেখা গিয়েছে। পুলিশের সন্দেহ সেটিই আফতাব৷