বৃষ্টি (Rain) এবং তুষারপাতের (Snowfall) জেরে ক্রমেই জটিল হয়ে উঠছে জোশীমঠের (Joshimath) পরিস্থিতি। একেই ধীরে ধীরে মাটির তলায় তলিয়ে যাচ্ছে গাড়োয়াল হিমালয়ের (Himalaya) জনপদ জোশীমঠ। তার মধ্যেই শুক্রবার শহর থেকে ১০ কিলোমিটার দূরে আউলিতে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। যার জেরে কমছে তাপমাত্রা। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাস্তায় আশ্রয় নেওয়া বাসিন্দারা।
স্থানীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার জোশীমঠে ১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি এবং তুষারপাতের জেরে ক্রমেই যোশীমঠ-সহ চামেলী জেলার বিভিন্ন এলাকার তাপমাত্রা কমতে শুরু করেছে।
আরও পড়ুন- 'নকল' আইএএস সেজে লক্ষাধিক পণ, পুলিশকে দেখে বাথরুমে লুকোল অভিযুক্ত
অন্যদিকে, বিপর্যয়ের কারণে জোশীমঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। তাঁদের ঠাঁই হচ্ছে ত্রাণ শিবিরে। কিন্তু এখনও যারা ত্রাণ শিবিরে পৌঁছতে পারেননি তাঁরা বিপর্যয়ের কারণে রাস্তায় বাস করছেন। আচমকাই খারাপ আবহাওয়ার কারণে প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের।