'বিজেপি(BJP) বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই করে না।' এভাবেই বিজেপির(BJP) বিরুদ্ধে রায়বেরেলির ভার্চুয়াল সভা থেকে সোচ্চার হলেন কংগ্রেস(Congress) সভানেত্রী সনিয়া গান্ধী(Sonia Gandhi)।
পাশাপাশি, রায়বেরেলির(Raebareli) জনতার সঙ্গে বিজেপির(BJP) 'বিমাতৃসুলভ আচরণ' নিয়েও সোচ্চার হোন সনিয়া(Sonia Gandhi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(PM Narendra Modi) আক্রমণের পাশাপাশি একহাত নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে(CM Yogi Adiyanath)। লকডাউনের(Lockdown) সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াননি প্রধানমন্ত্রী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী(Yogi Adityanath)। মোদি-যোগী সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে অভিযোগ করেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী(Sonia Gandhi)। এই সমস্ত কিছু ভেবেই ভোটারদের ভোট দিতে আবেদন করেছেন সনিয়া গান্ধী(Sonia Gandhi)।
এছাড়াও, বেকারত্ব(Unemployment) ইস্যুতেও সুর চড়ান সনিয়া গান্ধী(Sonia Gandhi)। বিজেপির(BJP) আমলে দেশে ঘটা রেকর্ড বেকারত্ব নিয়েও তীব্র ভর্ৎসনা করেন সনিয়া গান্ধী(Sonia Gandhi)। ১২ লাখ চাকরির প্রতিশ্রুতির কথা বললেও কোনও চাকরি হয়নি, বরং করোনার(Coronavirus) অজুহাতে দেশজুড়ে চলেছে ব্যাপক ছাঁটাই। এর পাশাপাশি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপি সরকারকে(BJP Govt.) বিঁধতে ছাড়েননি সনিয়া(Sonia Gandhi)।
আরও পড়ুন- Lalu Prasad Yadav: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় শাস্তি ঘোষণা, ৫ বছরের জেল ও ৬০ লক্ষ টাকা জরিমানা লালুর
উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে চতুর্থ দফার ভোট রয়েছে। তার আগে কংগ্রেস(Congress) বা বিজেপি(BJP) কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তবে সনিয়া গান্ধীর(Sonia Gandhi) এই বক্তব্যে রায়বেরেলির(Raebareli) মানুষ কতটা প্রভাবিত হয়, তার উত্তর মিলবে আগামী ১০ মার্চ।