বৃহস্পতিবার একযোগে ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হল লোকসভা থেকে। তাঁদের বিরুদ্ধে অসাংবিধানিক আচরণ করার অভিযোগ উঠেছে। যদিও ওই তালিকায় তৃণমূলের কোনও সাংসদ নেই। কিন্তু এদিন রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনকে।
লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন, ডিন কুরিয়াকোস, হিবী ইডেন, রম্যা হরিদাস, টি এন প্রতাপন, জোথিমনী, মনিকাঞ্চন ঠাকুর, কানিমোঝি সহ আরও ৮ জন।
সংসদের নিরাপত্তা নিয়ে উভয় কক্ষতেই সরব হয়েছিলেন বিরোধীরা। এমনকি বিরোধী জোট INDIA-র নেতারা অমিত শাহের বিবৃতি দাবি করেন। তাঁর পদত্যাগেরও আওয়াজ তোলা হয়।
বুধবার রংবোমা সহ সংসদের ভিতরে ঢুকে পড়েন দুই যুবক। তাঁদের গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে মোট ৬ জন এই ঘটনার সঙ্গে জড়িত। এই ঘটনার নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন বিরোধীরা।