ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishore) সংস্থা আইপ্যাকের (IPAC) সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিন্ন হচ্ছে কি না সে বিষয়ে সরাসরি কোনও উত্তর দিলেন না তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে রাজ্য ও জাতীয় রাজনীতিতে এই সংক্রান্ত জল্পনা আরও বাড়ল।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে ওই রাজ্যে গিয়েছেন মমতা। সোমবার বিকেলে লখনউ রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, শোনা যাচ্ছে তৃণমূলের সঙ্গে আইপ্যাকের চুক্তি শেষ হয়ে গিয়েছে? মমতা বলেন, ‘‘আমাকে এই ধরনের প্রশ্ন করবেন না!’’ এরপরেই তিনি বলেন, ‘‘এটা দলের কোনও অভ্যন্তরীণ বিষয় নয়। যদি আমার দলের কোনও অভ্যন্তরীণ বিষয় থাকে, সে বিষয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এটা দলের কোনও বিষয় নয়।’’
উল্লেখ্য, রাজ্যের পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে তৃণমূলের সঙ্গে আইপ্যাকের সংঘাত তৈরি হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম খবর করেছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় যে প্রার্থী তালিকা পোস্ট করা হয়, তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর প্রকাশ করা তালিকার বিস্তর ফারাক। এরপরই আইপ্যাকের সঙ্গে বাংলার শাসকদলের সম্পর্কচ্ছেদের জল্পনা গতি পেয়েছে।