ভারতে বেকারত্বের সংখ্যা যে বাড়ছে তা আগেই অভিযোগ করেছেন অনেকেই। কিন্তু সম্প্রতি একটি ঘটনায় বেকারত্বের আরও একটি করুণ ছবি প্রকাশ পেয়েছে।
সম্প্রতি ২২১৬-টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এয়ারইন্ডিয়া। NDTV-তে প্রকাশিত খবর ২৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেখানে। যার জন্য রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল মুম্বই বিমানবন্দরে।
সম্প্রতি লোডিং-আনলোডিং পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এয়ারইন্ডিয়া। ওই পদে যাঁদের নিয়োগ করা হবে তাঁরা বিমানে লাগেজ ও বিভিন্ন সামগ্রী লোডিং ও আনলোডিংয়ের কাজ করবেন। ওই পদের জন্য ২০,০০০ টাকা থেকে ২৫ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে। তবে যাঁরা ওভারটাইম করবেন তাঁরা সর্বাধিক ৩০ হাজার টাকা রোজকার করতে পারবেন। মোট ২২১৬ টি শূন্যপদের জন্য ২৫ হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। আর সেকারণেই বিপত্তি বাঁধে।
ইন্টারভিউ দিতে যাওয়া অনেকেই জানিয়েছেন, এত ভিড় হয়েছিল যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁদের। পানীয় জলের কোনও ব্যবস্থা ছিল না।
মুম্বইয় বিমানবন্দর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে ইন্টারভিউ দিতে এসেছিলেন প্রথমেশ্বর নামে এক যুবক। বর্তমানে তিনি BBA-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। জানিয়েছেন, বেকারত্ব বাড়ছে। সেভাবে চাকরি নেই। সেকারণে এত দূর থেকে তিনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন।
এর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল গুজরাতে। যেখানে মাত্র ১০টি পোস্টের জন্য ১৮০০ জন প্রার্থী ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। যার জেরে একই পরিস্থিতি তৈরি হয়েছিল।