দেশ জুড়ে নিষিদ্ধ হতে পারে খুচরো সিগারেট বিক্রি (Cigarette Ban)। তামাকের ব্যবহার কমাতে এমনটাই সুপারিশ করেছে সংসদের স্থায়ী কমিটি।
এই কমিটির মতে, অ্যালকোহল (Alcohol) এবং তামাকজাত (Tobacco) দ্রব্য সেবন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্যাকেট খুলে খুচরো সিগারেট বিক্রি করার কারণে তামাক নিয়ন্ত্রণ অভিযানে ক্ষতিকর প্রভাব পড়ছে। শুধু খুচরো সিগারেট বিক্রি নয়, দেশের সব এয়ারপোর্ট (Airport) থেকেও 'স্মোকিং জ়োন' (Smoking Zone) বাদ দেওয়ার সুপারিশ করেছে এই কমিটি।
আরও পড়ুন- 'সংবিধান বাঁচাতে মোদীকে হত্যা করতে হবে', কংগ্রেস নেতার ভিডিও ভাইরাল
তিন বছর আগে দেশে ই-সিগারেট তৈরি এবং বিক্রি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্ট্যান্ডিং কমিটির পর্যবেক্ষণ অনুসারে, সেভাবে জিএসটি করা হয়নি। কারণ হু-এর সুপারিশ অনুযায়ী, তামাকজাত পণ্যের উপরে কমপক্ষে ৭৫ শতাংশ জিএসটি চাপানো উচিত সরকারের। সেক্ষেত্রে বিড়ির উপর ২২ শতাংশ, সিগারেটের উপর ৫৩ শতাংশ এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর মাত্র ৬৪ শতাংশ জিএসটি চাপানো হয়েছে।
ফলে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমেনি। অত্যাধিক তামাক ও অ্যালকোহল সেবনের কারণে বাড়ছে ক্যানসারের প্রবণতা। সেই কারণে তামাক প্রতিরোধে এবার খুচরো সিগারেট বন্ধ করা হতে পারে।