সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে দেবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি রাজ্যে CAA করতে দেবেন না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও একই কথা বলেছেন। সোমবার সন্ধ্যায় CAA কার্যকরের বিজ্ঞপ্তি জারির পরেই তিন মুখ্যমন্ত্রী তাঁদের ওই সিদ্ধান্ত জানিয়েছেন। যা সাম্প্রতিক কালে 'বেনজির' বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞদের একাংশ। কেন্দ্রীয় সরকারের পোর্টালে ইতিমধ্যেই নাগরিকত্বের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে।
সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে, রাজনৈতিক বিরোধিতার করা গেলেও কেন্দ্রীয় আইন না মানার নজির নেই কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর। তাঁদের মতে, এই ঘোষণা সংবিধান বিরোধী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁরা চাইলে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন।
রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র আনন্দবাজারকে জানিয়েছেন, কেন্দ্র যদি কোনও আইন আনে, তবে রাজ্যকে মানতেই হবে। আইনে যদি, রাজ্যকে কার্যকর করার সুযোগ না দেওয়া হয়ে থাকে, তা হলে আইন অমান্য করার কোনও অবকাশই নেই।