'বন্দে ভারত' এক্সপ্রেসে পাথর হামলার(Stone pelting on Vande Bharat) তদন্ত এগোতেই তদন্তকারীদের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। বাংলা নয়, পাথর ছোড়া হয়েছে পাশের রাজ্য বিহার(Bihar Goons attack on Vande Bharat) থেকে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। সিসিটিভি থেকে পাওয়া ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পূর্ব রেল কর্তৃপক্ষ(Eastern Railways)।
গত দু’দিনে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় তৃণমূল-বিজেপি(TMC-BJP on Vande Bharat Attack) তরজায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার সেই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করল রেল। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের(Howrah-NJP Vande Bharat Express) এই প্রিমিয়াম ট্রেনের রেকে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তারপরেই রেলের তরফে নিশ্চিত করা হয়, বাংলা থেকে নয়, বন্দে ভারতে পাথর হামলা হয় বিহার থেকে।
পূর্ব রেল সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ(CCTV Footages) থেকেই স্পষ্ট, অভিযুক্ত চার ব্যক্তির গতিপ্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে যে, ওরা পাথর ছুড়তেই ওখানে দাঁড়িয়েছিল। প্রতিটি কামরায় সিসিটিভি থেকে পাওয়া ফুটেজ এই ছবি ধরা পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও বৃহস্পতিবার জানায় পূর্ব রেল(Eastern Railways)। ইতিমধ্যেই এ বিষয়ে বিহার প্রশাসনের(Bihar Govt.) কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।