বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়ে হামলার অভিযোগ। সংবাদসংস্থা এএনআইয়ের খবর, পাটনায় পাথর ছুড়ে হামলা চালানো হয় মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যদিও ওই সময় গাড়িতে ছিলেন না নীতীশ। পুলিশ জানিয়েছে, রাজধানীর জনবহুল রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় স্থানীয় কিছু লোক লাঠি, পাথর দিয়ে হামলা শুরু করেন। সঙ্গে সঙ্গে আটকে যায় কনভয়। এর পর আশপাশ থেকে দলে দলে আরও লোক ছুটে এসে কনভয়ের গাড়িতে পাথর ছুড়তে থাকেন বলে অভিযোগ। রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিতে দেখা যায় মহিলাদেরও।
কেন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালানো হল, তার নির্দিষ্ট কোনও কারণ অবশ্য এখনও জানা যায়নি। তবে সূত্রের দাবি, যে এলাকায় হামলা চালানো হয়েছে, কিছু দিন আগে সেই এলাকারই এক যুবক নিখোঁজ হন। সেই ক্ষোভ থেকেই মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে।
চলতি অগস্ট মাসে বিজেপির সঙ্গত্যাগ করে গত ১০ তারিখ আরজেডির সঙ্গে ‘মহাগঠবন্ধন’ সরকার গড়েছেন নীতীশ। দিন কয়েক আগে নতুন সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণও করেছেন। তার পরেই নীতীশের উপর হামলার ঘটনা ঘটল।