সহপাঠীর সঙ্গে খারাপ আচরণের জন্য বকেছিলেন শিক্ষক। তারই বদলা নিতে বন্দুক নিয়ে চড়াও হল দ্বাদশ শ্রেনীর এক ছাত্র। ঘটনাস্থল যোগীরাজ্য উত্তরপ্রদেশ। প্রাণে বাঁচলেও আক্রান্ত শিক্ষকের শরীর ফুঁড়ে দিয়েছে তিনটি বুলেট। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় উত্তরপ্রদেশের সীতাপুরে।
জানা গিয়েছে, শুক্রবার এক সহপাঠীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য অভিযুক্ত গুরিন্দর সিংকে বকাবকি করেন প্রিন্সিপাল রাম সিং ভার্মা। সাময়িকভাবে সেই ঘটনা মিটেও যায়। যথানিয়মে শুরু হয় ক্লাস। কিন্তু শনিবার ভোরে পিস্তল নিয়ে ওই শিক্ষকের উপর চড়াও হয় অভিযুক্ত। রীতিমতো পিছু ধাওয়া করে প্রিন্সিপালের উপর গুলি চালায় সে। তবে অনভ্যস্ত হাত হওয়ায় প্রাণে বেঁচে যান ওই শিক্ষক।
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, তিনবার প্রিন্সিপাল রাম সিং ভার্মার মাথা-বুক লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত গুরিন্দর। পুলিশের দাবি, ব্যাগে করে লুকিয়ে ওই পিস্তল স্কুলে নিয়ে আসে অভিযুক্ত। ওই শিক্ষকের মাথা ও তলপেটে গুলি লেগেছে বলেই খবর। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সীতাপুর জেলা হাসপাতাল হয়ে বর্তমানে ওই শিক্ষককে ভর্তি করা হয়েছে লখনউয়ের ট্রমা সেন্টারে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।