কোভিশিল্ডের পর এবার অভিযোগ কোভ্যাক্সিনের বিরুদ্ধেও। ভারত বায়োটেকের নির্মিত কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। একটি সমীক্ষা থেকে এমনই মনে করছেন বিজ্ঞানীরা। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক জার্নাল বলছে কোভ্যাক্সিনে পার্শ্ব প্রতিক্রিয়া আছে।
দু সপ্তাহ আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া প্রকাশ্যে আসে। গবেষণায় দাবি, এই ভ্যাকসিন যারা নিয়েছেন, তাদের রক্ত দ্রুত জমাট বেঁধে যায়। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে অ্য়াডভার্স ইভেন্ট অফ স্পেশাল ইন্টারেস্ট হতে পারে। গবেষকরা জানিয়েছেন, যাদের এলার্জির সমস্যা আছে, তাদের ঝুঁকি বাড়বে। আরও অনেক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে ওই জার্নালে।
গবেষকরা জানিয়েছেন, ১০২৪ জনের উপর সমীক্ষা চালানো হয়েছে। ৬৩৫ জন কিশোর ও ২৯১ জন প্রাপ্তবয়স্ক ছিলেন সেই তালিকায়। তাদের মধ্যে ৩০৪ জন কিশোর-কিশোরী ও ১২৪ জন প্রাপ্তবয়স্কের শরীরে সমস্যা পাওয়া গিয়েছে। কোভ্যাক্সিনের ক্ষেত্রে ত্বকের সমস্য়া, নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার পাওয়া গিয়েছে। গবেষণায় মেয়েদের হরমোন ডিজঅর্ডার ও ঋতুচক্র জনিত সমস্যাও পাওয়া গিয়েছে।