আপাতত স্বস্তি পেল রাজ্যের শাসক দল তৃণমূল। ১৯ জন নেতার সম্পত্তি ইস্যুতে যে মামলায় হয়েছিল, সেই মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট ওই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করার নির্দেশ দেয়। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। শুক্রবার সেই মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিতের ডিভিশন বেঞ্চ।
মামলাটি পুরনো হলেও কলকাতা হাইকোর্ট সম্প্রতি ওই মামলায় ইডি-কে পার্টি করার নির্দেশ দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক। শুক্রবার শীর্ষ আদালতে ছিল সেই মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায়, আপাতত ওই মামলায় কোনও তদন্ত করা যাবে না।
আরও পড়ুন- Anubrata Mondal: তথ্য-প্রমাণের অভাব, মঙ্গলকোট মামলায় অনুব্রত সহ ১৫ অভিযুক্ত বেকসুর খালাস আদালতে
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই ১৯ জন তৃণমূল নেতার (19 TMC Leaders) সম্পত্তি বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূল নেতাদের আয় ও সম্পত্তি বৃদ্ধি নিয়ে আগেই একটি জনস্বার্থ মামলা দায়ের (PIL) করা হয়। এবার সেই মামলাতেই স্বস্তি পেলেন তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রী।