ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মী ভার্নন গঞ্জালভেস এবং রাজনৈতিক কার্টুনিস্ট অরুণ ফেরেইরাকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালের অক্টোবর মাসে ভীমা কোরেগাও মামলায় গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছিল। প্রায় ৫ বছর পর জামিন পেলেন তাঁরা।
বিভিন্ন ইস্যুতে পুনেতে হিংসার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১৬ জন সমাজ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন অরুণ ফেরেইরা এবং ভার্নন গঞ্জালভেস।
ভীমা কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে হিংসার ঘটনা ঘটে। ঘটনায় একজন নিহত হন। এবং ১০ জন পুলিশ সহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। এরপর ২০১৭ সালের জানুয়ারি মাসে ১৬২ জনের বিরুদ্ধে ৫৮ টি মামলা দায়ের করে পুলিশ। এবং তারমধ্যে ১৬ জনকে গ্রেফতার করা হয়।