আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলার রায় পর্যালোচনা করবে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চ। রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অবসরের আগে কেন্দ্রীয় সরকার তাঁকে দিল্লিতে বদলি করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রীর বৈঠকে তিনি পুরো সময় উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তিনিও বেরিয়ে যান।
বদলির পদক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করেন তিনি। সেই মামলার শুনানি কোথায় হবে, তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। গতবছর জানুয়ারি মাসে, সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ রায় দেয়, দিল্লিতে প্রশাসনিক ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চেরই এই বিষয় এক্তিয়ার আছে। কলকাতা হাই কোর্ট ট্রাইবুনালের কলকাতা বেঞ্চের পক্ষে রায় দিলেও তা খারিজ করে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ ও বিচারপতি বি ভি নাগরত্নের বেঞ্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে এই বিষয় বৃহত্তর বেঞ্চ গঠনের অনুরোধ করেন। তাঁরা জানান, এই বিষয় ফয়সালা না হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অসুবিধায় পড়ছেন।