নয়ডার (Noida News) বাংলো থেকে উদ্ধার সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ । মৃতার নাম রেণু সিনহা (৬১) । তাঁকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, খুনের পর প্রায় তিনদিন বাড়ির গুদাম ঘরে লুকিয়ে ছিলেন ওই ব্যক্তি । সম্পত্তি নিয়ে দু'জনের মধ্যে বিবাদই খুনের কারণ বলে প্রাথমিক অনুমান পুলিশের । উত্তরপ্রদেশের নয়ডার (Noida Crime) সেক্টর ৩০-এর ঘটনা ।
পুলিশ সূত্রে খবর, নয়ডার বাংলোতে আইনজীবী রেণু সিনহা ও তাঁর স্বামী সিনহা থাকতেন । তাঁদের ছেলে থাকে বিদেশে । রেণু সিনহার ভাইয়ের অভিযোগ , গত দু'দিন ধরে বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না । বিষয়টি তিনি পুলিশকে জানান । এরপর পুলিশ নয়ডার ওই বাংলোতে পোঁছতেই রেণু সিনহার দেহ উদ্ধার করা হয় শৌচাগার থেকে । অন্যদিকে, আইনজীবী স্বামীরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ।
আরও পড়ুন, 11 September, On This Day in History: ৯/১১ হামলা, শিকাগোয় ভাষণ স্বামীজির, আর কী হয়েছিল ১১ সেপ্টেম্বর
পুলিশ জানিয়েছে, মৃত আইনজীবীর স্বামীর ফোন ট্র্যাক করা হয় । তারপরই খোঁজ পাওয়া যায় তাঁর । গুদাম ঘরেই লুকিয়েছিলেন গত দুই-তিনদিন ধরে । সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ ।
মৃতার ভাইয়ের অভিযোগ, সম্পত্তি নিয়ে মতবিরোধের কারণে খুন হয়েছে তাঁর বোন । রেণুর ভাই জানিয়েছেন, বাড়ি বিক্রি নিয়ে ওই দম্পতির প্রায়ই ঝামেলা হত। নিতিন বাড়ি বিক্রি করতে চাইতেন। এক ক্রেতার থেকে আগাম টাকাও নিয়েছিলেন। বিরোধিতা করতেন রেণু। সেইকারণে দু'জনের মধ্যে প্রায়ই ঝামেল লেগে থাকত বলে অভিযোগ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।