গুজরাত হিংসা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিয়ে তৈরি বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র (BBC Documentary) দেশে নিষিদ্ধ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের । কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । তাঁদের দাবি, ‘বেআইনি ও অসাংবিধানিকভাবে’ (Illegal and Unconstitutional) বিবিসির তথ্যচিত্রকে নিষিদ্ধ করেছে কেন্দ্র । শুধু তাই নয়, মামলাকারীদের বক্তব্য, সরকার বা তার নীতির সমালোচনা করা মানেই দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা লঙ্ঘন করা নয় । তাঁদের অভিযোগ, দেশের নাগরিকদের বাক্ স্বাধীনতায় বাধা দিচ্ছে সরকার ।
গুজরাতে হিংসা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিয়ে তৈরি বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্রকে (BBC Documentory) কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ । ইতিমধ্যেই এই তথ্যচিত্রের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । সবরকম সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্র । এবার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে । মামলার শুনানিতে রাজি হয়েছে দেশের সর্বোচ্চ আদালত । আগামী সোমবার, ৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমহা এবং বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি হবে ।
উল্লেখ্য, গেরুয়া শিবিরের অভিযোগ, বিবিসির তথ্যচিত্রটি অত্যন্ত একপেশে । যদিও বিবিসির দাবি, রীতিমতো গবেষণা করেই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে ৷ ইতিমধ্যেই তথ্যচিত্রের লিঙ্ক সমাজমাধ্যম থেকে তুলে নেওয়ার জন্য টুইটার ও ইউটিউবকে নির্দেশ দিয়েছে কেন্দ্র । এই নির্দেশকে 'সেন্সরশিপ' বলেছেন বিরোধীরা- ।