বছর শেষের দিনে ভয়াবহ দুর্ঘটনা ঘটল গুজরাটে। লাক্সারি বাসের সঙ্গে চলন্ত এসইউভি-র মুখোমুখি সংঘর্ষ। ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বাস চালাতে চালাতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বাস চালক। স্টিয়ারিংয়ের উপরেই তিনি লুটিয়ে পড়েন। এরপরই উল্টোদিক থেকে আসা একটি এসইউভি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাসটির। শনিবার ভোরবেলা গুজরাটের নভসারি জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভালসাদগামী বাসটির সঙ্গে এসইউভি'র সংঘর্ষ হয় ভেসমা গ্রামের কাছে। এসইউভি গাড়িটি ভুল পথ দিয়ে আসছিল বলে অভিযোগ। এত ভয়াবহ সংঘর্ষ হয় যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এসইউভি করে আসা ৯ জনের মধ্যে ৮ জনেরই। মৃত্যু হয়েছে ওই লাক্সারি বাসের চালকেরও।
নভসারির পুলিশ সুপার হৃষিকেশ উপাধ্যায় জানান, ওই দুর্ঘটনাগ্রস্ত এসইউভি'র আরোহিরা সকলেই গুজরাটের আঙ্কলেশ্বরের বাসিন্দা। তাঁরা ভালসাদ থেকে নিজেদের গ্রামে ফিরছিলেন। অপরদিকে, বাসটির যাত্রীরা সকলেই আসছিলেন ভালসাদ থেকে।