মঙ্গলবার দিল্লির বৈঠকে মুখোমুখি হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amir Shah) । ইতিমধ্যেই সংসদ ভবনে পৌঁছেও গিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক ইস্যু নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন-পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাৎ সারবেন শুভেন্দু।
এদিকে, দিন কয়েক আগেই রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মমতা বন্দোপাধ্যের সঙ্গে নবান্নের ১৪ তলায় বসে বৈঠক ও সেরেছিলেন তিনি। দিল্লি ফেরার আগে বিমান বন্দরে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও। মাত্র তিন দিনের ব্যবধানেই ফের মুখোমুখি হচ্ছেন তাঁরা।
Hanskhali Rape Case Update: দীর্ঘ ৮ মাস পর মিলল ক্ষতিপূরণ, এখনও আতঙ্কে হাঁসখালি নির্যাতিতার পরিবার
ইতিমধ্যেই জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা এবং পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বঙ্গ বিজেপিকে কোমর বাঁধতে বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।