রবিবার এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল পুণে। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পুণে-বেঙ্গালুরু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্যাঙ্কার প্রায় ৪৮টি গাড়িকে ধাক্কা মেরেছে বলেই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। পুণের নাভাল ব্রিজ এলাকায় ঘটা এই দুর্ঘটনায় মৃত্যুর খবর না মিললেও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাতে ট্যাঙ্কারটির ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুণের বিজেপি বিধায়ক সিদ্ধার্থ শিরোলে টুইট করে এই দুর্ঘটনার কথা জানান। তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অযথা হইচই না করার অনুরোধও জানান তিনি।
দমকলের এক আধিকারিকের কথায়, গাড়িগুলি ব্রিজ থেকে নামার সময় ট্যাঙ্কারটির ব্রেক ফেল হয়। ফলে দ্রুত গতির ওই ট্যাঙ্কারটি পর পর ৪৮টি গাড়িকে ধাক্কা মারার পর অবশেষে নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জন গুরুতর আহত হয়েছেন বলেই খবর।