মানসিকভাবে অসুস্থ ছেলেকে রাখতে চেয়েছিলেন নিজের কাছে। আর সেই চাওয়ার জেরেই প্রাণ গেল রামা ভেঙ্কটলক্ষ্মী গণপথু স্বাতী নামক এক গৃহবধূর। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে তেলেঙ্গানার(Telengana Womn committed Suicide) হায়দরাবাদের কুকাটপল্লী এলাকায়। মৃতার স্বামী, শ্বশুর সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্বাতীর পরিবার।
হায়দরাবাদের পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালে অন্ধ্রপ্রদেশের(Andhrapradesh Suicide News) বাসিন্দা শ্রীধরকে বিয়ে করেন স্বাতী। পেশায় সফটওয়্যার কর্মচারী শ্রীধর স্ত্রীকে নিয়ে হায়দরাবাদের কেপিএইচবি কলোনিতে থাকতেন। মৃতার পরিবারের দাবি, বিয়ের তিন বছরের মাথায় স্বাতী-শ্রীধরের পুত্রসন্তান হয়। তবে ওই সন্তান জন্ম থেকেই মানসিক অসুস্থ বলে জানতেন স্বামী-স্ত্রী।
আরও পড়ুন- Dilip Ghosh: 'আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে', নিউটাউন থেকে বার্তা দিলীপ ঘোষের
তারপরেও ছেলেকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন স্বাতী। তা নিয়ে দীর্ঘদিন ধরেই মৃতাকে মানসিক অত্যাচার(Mental Harrasment) করত পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ আবাসনের ২২ তলা থেকে ঝাঁপ দেন স্বাতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর।