আদানি ইস্যুতে এবার পথে নামল কংগ্রেস। দিল্লিতে সংসদ শুরুর আগেই গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতারা। রাজনৈতিক মহলের মতে, রাহুল গান্ধীর ভারত জড়ো পদযাত্রার পর বদলে গিয়েছে কংগ্রস। সেই ছবিই এদিন ধরা পড়ল সংসদ ভবনের সামনে। শুধু সংসদ ভবন নয়, এদিন দেশজুড়ে এলআইসি এবং এসবিআই দফতরের সামনেও বিক্ষোভ দেখাবে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের দাবি, আদানি ইস্যুতে শেষ দেখে ছাড়বেন তাঁরা।
আদানি ইস্যুতে ইতিমধ্যেই সেবিকে নজরদারির জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এই ব্যাপারে কেন্দ্র সবরকম ব্যবস্থা নেবে। তাতেও অবশ্য চিড়ে ভেজেনি। বিরোধীদের দাবি, আদানি ইস্যুতে এবার সংসদের উভয় কক্ষেই প্রধানমন্ত্রীকে বিবৃতিতে দিতে হবে।
Sidharth-Kiara Wedding : ৬ ফেব্রুয়ারি হচ্ছে না বিয়ে, কবে সাত পাকে বাঁধা পড়ছেন সিড-কিয়ারা ?
যদিও বিরোধীদের দাবি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া নেই সরকারপক্ষের। তবে রাজনৈতিক মহলের দাবি, হিন্ডেনবার্গের রিপোর্টকে হাতিয়ার করেই এই সপ্তাহে সংসচ অচল করতে পারেন বিরোধীরা।