নির্বাচনী বন্ড থেকে তাদের কোনও আয় নেই। জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য এই দাবি করলেন বামেরা। ২০২৩ সালে এই তথ্যই জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছিল তিন বাম দল সিপিআইএম, সিপিআই এবং সিপিআই (এম-এল)।
নির্বাচনী বন্ড নিয়ে গোড়া থেকেই বিরোধী বামেরা। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে বামেরা জানিয়েছিল, তারা এই ভাবে চাঁদা নেওয়ার বিরোধী। কারণ, এটা তাদের আর্দশ বিরোধী। বামেদের এই চিঠি এই প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
কমিশনের সাইটে দেওয়া তথ্যে জানা গিয়েছে, নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি। তাদের আয় প্রায় সাত হাজার কোটি টাকা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস।