দিল্লির রাজেন্দ্রনগর কোচিং সেন্টারে জলে ডুবে মৃত্যু হয়েছে তিন আইএএস পড়ুয়ার । কিন্তু কোচিং সেন্টারে জল এল কোথা থেকে? চোখে হাজারো স্বপ্ন নিয়ে যাঁরা পড়তে গিয়েছিলেন, তাঁদের স্বপ্ন নিমেষে ভেসে গেল জলের তোড়ে। গল গল করে স্রোতের বেগে জল ঢুকতে দেখা যায় বেসমেন্টে। পড়ুয়ারা নিমেষে আতঙ্কিত হয়ে পড়েন, কেউ ব্যাগ নিয়ে দৌড় লাগান, কেউ বা বই বাঁচাতে ব্যস্ত।
দিন কয়েক আগে রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিলেন আইএএস পরীক্ষার্থীরা। এর পরেই হঠাৎ জল ঢুকে যায় কোচিং সেন্টারে। সেই সন্ধের ভয়াবহ একাধিক ছবি ধীরে ধীরে সামনে এসেছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্ক চোখে মুখে নিয়ে একে একে উপরে উঠে যাচ্ছেন পড়ুয়ারা। অন্যের জন্য বাড়িয়ে দিচ্ছেন হাতও। একবার পা পিছললেই সোজা তলিয়ে যাওয়ার সম্ভাবনা। আরেকটি ভিডিয়ো সামনে এসেছে যেখানে দেখা যায়, এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। কোনওক্রমে বেসমেন্ট থেকে উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। জমা জলে কার্যত একটি নদীর আকার নিয়েছিল ওই বেসমেন্ট।
উল্লেখ্য,কী ভাবে বেসমেন্টে এত জল ঢুকল, সেই নিয়ে প্রশ্ন উঠেছে । দিল্লি পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে । ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে । গোটা ঘটনার উপযুক্ত তদন্ত হবে ।
এদিকে, কোচিং সেন্টারের বাইরে শনিবার রাত থেকে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা । সকালের ছবিটাও একই । দিল্লি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন পড়ুয়ারা । এই ঘটনায় লেগেছে রাজনীতির রংও । দিল্লি সরকারের অবহেলার কারণেই এই পরিস্থিতি, বলছে বিজেপি নেতৃত্ব ।