পাঁচ রাজ্যের বিধানসভার ফলে উপরেই নির্ভর করছে আগামী লোকসভার ভোট। গত রবিবার এই দাবি করেছিল রাজনৈতিক মহল। তাঁদের এই দাবি সত্যিতে পরিণত হতে পারে। কারণ, কেন্দ্রের একটি অংশ থেকেও দাবি করা হচ্ছে, আগামী বছরের লোকসভা ভোট নির্ধারিত সময়ে খানিকটা আগেই হতে পারে।
আগামী বছরের গোড়ায় কেন্দ্রের সামনে দুটি বড় বিষয় রয়েছে। এক, বাইশে জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। দুই, পয়লা ফেব্রুয়ারি, সংসদে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা। কেন্দ্রের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, গত বারের চেয়ে এবার একমাস এগিয়ে আসতে পারে লোকসভার ভোট। ইঙ্গিত যা, তাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ওই সূত্রে দাবি করা হয়েছে, পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যের ফলে উৎসাহ পেয়েছে বিজেপি। তারা চাইছে হাওয়া গরম থাকতেই ভোট করিয়ে নিতে। তাই ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, সংসদের শীত অধিবেশন শেষ হলেই লোকসভার প্রচার শুরু করে দিতে হবে। কারণ, গেরুয়া শিবির থেকে হাতে ৬০ দিন সময় ধরে এগানোর বার্তা দেওয়া হয়েছে।
এদিকে, বুধবার হওয়ার কথা থাকলেও হচ্ছে না ইন্ডিয়া জোটের বৈঠক। পরিবর্তে ১৭ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, তিন রাজ্যের কংগ্রেসের হার এবং তা নিয়ে শরিকদের যা প্রতিক্রিয়া, তাতে নতুন দিনে ডাকা বৈঠক না ভেস্তে যায়।