সংসদ ভবনে রং-বোমা ফাটানোর ঘটনায় আরও দুজনকে আটক করল দিল্লি পুলিশ। ওই ঘটনার সঙ্গে তাঁরা জড়িত রয়েছেন বলে জানা গিয়েছে। ধৃত দুজনের নাম মহেশ এবং কৈলাশ। দিল্লি পুলিশের একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
গত বুধবার দুই যুবক সংসদ ভবনের ভিতরে ঢুকে রংবোমা ফাটায়। সেই ঘটনায় মাস্টরমাইন্ড ললিত ঝাঁ-কে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। এরপর আরও দুই যুবককে আটক করা হল।
এদিকে এই ঘটনা নিয়ে তোলপার সংসদের দুই কক্ষ। বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই ওই ঘটনা নিয়ে রাজ্যসভায় আলোচনা দাবি করেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। কিন্তু তাঁর কোনও কথা না শুনে সাসপেন্ড করে দেন স্পিকার জগদীপ ধনখড়।
অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছিলেন INDIA জোটের নেতারা। সেটাও খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবং বৃহস্পতিবার লোকসভার ১৫ জন সাংসদকে সাসপেন্ড করে দেন তিনি।