৯ এবং ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে শুরু হতে চলেছে G20 সম্মেলন। ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার থেকেই রাজধানীতে পা রাখতে শুরু করেছেন দেশ বিদেশ থেকে আমন্ত্রিতরা। অতিথিদের স্বাগত জানাতে ভারত মণ্ডপমের প্রবেশপথে বসানো হয়েছে ২৭ ফুট দীর্ঘ একটি নটরাজের মূর্তি। এছাড়াও নানা রঙের আলোয় সেজে উঠেছে গোটা এলাকা।
Ankita-Ditipriya : জি-এর মহিষাসুরমর্দিনী হচ্ছেন কে ? দিতিপ্রিয়া নাকি অঙ্কিতা ! মুখ খুললেন 'রানি মা'
এটিই বিশ্বের সবচেয়ে লম্বা নটরাজমূর্তি। মহাদেবেরই রুদ্রমূর্তি নটরাজ। কিন্তু G20 সম্মেলনে এই মূর্তি রাখার বিশেষত্ব কী ? আসলে নোটরাজের এই মূর্তি রূপ, ধর্ম, দর্শন, শিল্প, নৈপুণ্য ও বিজ্ঞানের সমন্বয়। সোনা, রুপো তামা সহ মোট ৮টি ধাতু দিয়ে তৈরী হয়েছে এই বিশেষ মূর্তি। ৭ মাসের ও বেশি সময় দিয়ে ১০০ জন শিল্পীর হাতে তৈরী হয়েছে এই বিশেষ মূর্তি।