রাম মন্দিরের উদ্বোধনের আগেই নয়া নিয়ম চালু উত্তরপ্রদেশ সরকারের তরফে। রামমন্দির সংলগ্ন বিস্তীর্ন এলাকাকে মদবিহীন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই স্থানে মদ খাওয়া , বিক্রিয় করা, কেনা কিছুই যাবে না। রামমন্দির সংলগ্ন ৮৪-কোশী পরিক্রমা অঞ্চল মদ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। আগের মদের দোকানগুলিও এলাকা থেকে তুলে দেওয়া হবে।
Kolkata News: খোদ কলকাতায় নিজের মেয়েকে দু'মাস ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বাবা
রামমন্দির ট্রাস্ট্রের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের আফ্গাড়ি মন্ত্রী। মন্দির সংলগ্ন এলাকা মদ মুক্ত রাখতে, দোকানগুলিকেও ২২ তারিখের আগে অন্যত্র সরিয়ে নেওয়ার বা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম লালার প্রাণপ্রতিষ্ঠা। এদিন রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।