বেঙ্গালুরুর একটি শপিং মলে ভর সন্ধে বেলা বেশ ভিড়। ক্রেতা বিক্রেতাদের হইহই। তারমধ্যেই অভিনব কায়দায় চুরি। ম্যানিক্যুইন সেজে মলের পোশাক ও গয়না পরে চম্পট দিল চোর। মলের তরফে চুরির অভিযোগ দায়ের করা হলে, এক দিনের মধ্যেই চোর ধরে পুলিশ।
Rajkumar Rao: নির্বাচন কমিশনের জাতীয় আইকন হচ্ছেন 'নিউটন' রাজকুমার রাও
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ ছাড়া এই চুরির কিনারা করা একেবারে অসম্ভব ছিল। জানা যায়, ম্যানিক্যুইন দেখেই চোরের মাথায় বুদ্ধি খেলে যায়। মলে ম্যানিক্যুইনকে পরানো পোশাক পরে সে নিজেই দাঁড়িয়ে পরে। তারপর লোক কমতেই, সমস্ত পোশাক গয়না নিয়ে চম্পট দেয় চোর।