পেনশন আনতে পেরতে হত জঙ্গল। যা প্রায় ২ কিলোমিটার। কাজটা মোটেই সহজ ছিল না ওড়িশার নোয়াপাড়া জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা শারীরিক ভাবে পিছিয়ে পড়া হেতারাম সতনামীর পক্ষে। তাঁর কষ্ট লাঘব করার কথা ভেবে অভিনব উদ্যোগ নিলেন গ্রামের পঞ্চায়েত প্রধান। হেতারামকে ড্রোনের মাধ্যমে পেনশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন তিনি। এমন কাণ্ড দেখে আপ্লুত হেতারাম।
জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান সরোজ আগরওয়াল নিজের উদ্যোগে অনলাইনে ড্রোনটি কেনেন। এরপর চলতি মাসেই পঞ্চায়েত অফিস থেকে রাজ্য সরকারের প্রকল্পের টাকা ওই ড্রোন মারফত পাইয়ে দেন হেতারামকে।
সরোজ আগরওয়ালের কথায়, বিভিন্ন দেশে ড্রোনে করে জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ রয়েছে। তা দেখেই প্রতিবন্ধী হেতারামের কষ্ট লাঘব করতে এই পরিষেবা চালু করেছেন তিনি। এই কাজের জন্য সরপঞ্চকে ধন্যবাদও জানিয়েছেন হেতারাম।