১৯৪৭ সালে স্বাধীন হয়েছে ভারত। তারপর থেকে নয় নয় করে কেটে গিয়েছে ৭৬টি বছর৷ এতদিন পরে, এই প্রথম জলের পাইপলাইন পৌঁছল উত্তরপ্রদেশের মির্জাপুরের পাহাড়ি এলাকার লাহুরিয়া দহ গ্রামে। প্রায় ৮ দশক পর প্রথমবার সরকারি উদ্যোগে নলবাহিত জল পেয়ে উচ্ছ্বসিত গ্রামের ১২০০ মানুষ।
পাইপবাহিত জল ছিল না, এতদিন একটিমাত্র ভরসাস্থল ছিল পার্শ্ববর্তী একটি ঝর্ণা। গরমকালে সেটি শুকিয়ে যেত। তখন জল কিনে খাওয়া ছাড়া আর কোনও উপায় থাকত না। দশকের পর দশক এমন অবর্ণনীয় কষ্ট ভোগের পর জেলাশাসক দিব্যা মিত্তালের উদ্যোগে গ্রামে পাইপ লাইন বসিয়ে প্রথমবার শুরু হল জলের সরবরাহ।
ৎ হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিমকে নিয়ে কাজে নামে সরকারি আধিকারিকরা। অবেশেষে ৩১ অগাস্ট ২০২৩ সালে প্রথমবার নলবাহিত জল ঢোকে গ্রামে। হয় দীর্ঘ বহু দশকের অপেক্ষার অবসান।