জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণ হারালে ভারতীয় সেনার তিন জওয়ান। শুক্রবার কুলগ্রাম জেলায় এই ঘটনায় প্রাথমিক ভাবে তিন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেনা সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে তাঁদের মৃত্যু হয়।
উপত্যকায় আরও একটি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন লস্কর জঙ্গিকে। শ্রীনগরের নাতিপোরা থেকে গ্রেফতার করা হয়েছে এই তিন জঙ্গিকে। স্বাধীনতা দিবসের আগে গ্রেফতার তিন জঙ্গির থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই নাতিপোরায় হানা দিয়েছিলেন নিরাপত্তা আধিকারিকরা। ধৃত ওই তিন জঙ্গিকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।