ফের ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। তিন স্কুল ছাত্রীকে অপহরণের পর পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ উঠেছে দিল্লির রোহিণী এলাকায়। ইতিমধ্যেই গ্রেফতার দুই মহিলা-সহ চার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ অগস্ট মসজিদ মঠ এলাকার এক বাসিন্দা ডিফেন্স কলোনি থানায় গিয়ে অভিযোগ করেন যে, তাঁর মেয়ে সকাল সাড়ে সাতটায় স্কুলে গিয়েছিল। কিন্তু বাড়ি ফেরেনি। স্কুলের গাড়িতে করে যেত ওই নাবালিকা। দুপুর ২টো নাগাদ স্কুল গাড়ির চালক দাবি করেন যে, ওই ছাত্রী তাঁর গাড়িতে ওঠেনি। তদন্তে নেমে পুলিশ এও জানতে পারে যে, সে দিন স্কুলেই যায়নি ওই ছাত্রী।
আরও পড়ুন- Transgender pilots: রূপান্তরকামীরাও চালাতে পারবেন বিমান, সবুজ সঙ্কেত দিল DGCA
শুধু ওই ছাত্রী নয়, স্কুলের আরও দুই ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি। এরপরই তদন্ত জোরদার করে পুলিশ। নিখোঁজ ছাত্রীদের বাবা-মা, সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পরে কারোল বাগ এলাকায় নিখোঁজ ছাত্রীদের সন্ধান পাওয়া যায়। তাদের শারীরিক পরীক্ষা করিয়েছেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় আগামী ১৪ অগস্টের মধ্যে পুলিশের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে দিল্লির মহিলা কমিশন।