রাজস্থানের জয়সলমেরে ভারতীয় সেনাবাহিনীর মহড়া চলাকালীন বিপত্তি । ‘ভুলবশত’ তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ভারতীয় সেনা । জানা গিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন পোখরানের ফায়ারিং রেঞ্জ থেকে ভুলবশত তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ছোঁড়া হয় । যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটনাটি ঘটেছে বলে সেনা সূত্রে খবর ।
জানা গিয়েছে, তিনটি ক্ষেপাণাস্ত্র ছোঁড়ার পরই তা রেঞ্জের বাইরে গিয়ে বিভিন্ন গ্রামের ক্ষেতে গিয়ে পড়ে । বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । বিস্ফোরণের ফলে বড় গর্ত তৈরি হয়ে যায় ক্ষেতগুলিতে । যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি । তবে, 'ভুলবশত' ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দু'টি উদ্ধার করা হয়েছে । আরও একটি খোঁজ চলছে ।
প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, ওই মিসাইলগুলির রেঞ্জ ১০ থেকে ২৫ কিলোমিটার। যান্ত্রিক ত্রুটির কারণে তা ভুলবশত উৎক্ষেপণ করা হয় । কী কারণে এই ঘটনা ঘটল, তা জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পরই যথাযথ পদক্ষেপ করা হবে।