তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক বসতে চলেছে আজ, শুক্রবার। কালীঘাটের এই বৈঠকে স্থির হতে পারে কে কোন পদ পাবেন।
গত সপ্তাহেই তৃণমূলের (Trinamool Congress) নতুন জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছে। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কার্যালয়ে শুক্রবার তার প্রথম বৈঠক হবে। এই বৈঠকে নির্ধারিত হতে পারে কোন সাংগঠনিক পদে কে থাকবেন। কালীঘাটে বেলা ৩টেয় এই বৈঠক হবে।
তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতিতে মমতা-সহ মোট ২০ জনকে রাখা হয়েছে। তাঁদের সকলেই প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠকে থাকবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠক নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই মুহূর্তে তৃণমূলে সাংগঠনিক পদাধিকারী একজনই, তিনি চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরা সাধারণ সভ্য।
শুক্রবারের বৈঠকে বাকি পদে কারা থাকবেন, সেগুলি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন পদে থাকবেন তা নিয়ে আগ্রহ তুঙ্গে।