পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অপসারণ চেয়ে রাজ্যসভায় বিশেষ প্রস্তাব আনতে চায় তৃণমূল কংগ্রেস (TMC)। দলের পক্ষ থেকে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে একথা জানালো হলো। তৃণমূলের রাজ্যসভার সাংসদদের পক্ষ থেকে এই মর্মে চিঠি দিয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়।
পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার এবং তৃণমূলের সংঘাত আপাতত তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) কাছে জগদীপ ধনখড়ের অপসারণের দাবি জানিয়েছে তৃণমূল। যদিও তাতে আমল দেননি প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Municipal Election 2022 : পুরভোটের মুখে জায়গায় জায়গায় অশান্তি
রাজ্যপালকে টুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করেছেন ধনখড়ও।