ক্রিকেটের সঙ্গে বলিউডের সংসার করার নজির অনেক রয়েছে। কিন্তু এক ছাদের তলায় সংসার পাততে চলেছে রাজনীতির সঙ্গে বলিউড, সাম্প্রতিক অতীতে এই নজির বিরল। তা, আজ, রবিবার বাস্তব হতে চলেছে রাজস্থানের উদয়পুরে। চার হাত এক হবে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার।
ইতিমধ্যেই উদয়পুরে হাজির হয়েছেন বর-কনে। হাজির হয়েছেন তাঁদের আত্মীয়-স্বজনরাও। উদয়পুর রাজবাড়িও সেজে উঠেছে বিয়ের সাজে। রাবব-পরিণীতি কখন, কী পরবেন তাও ঠিক হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে বিয়ের আগের সব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বরযাত্রি হিসাবে রাজস্থান পৌঁচ্ছে গিয়েছেন আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হাজির আছেন আর এক মুখ্যমন্ত্রী ভগবত মান। সবমিলিয়ে নজর এখন সবার উদয়পুরের দিকেই।