ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Tripura By Election) তিনটিতেই জিতল বিজেপি। এই প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বড়দোয়ালি কেন্দ্রে থেকে ১৬,৮৭০ ভোট পেয়ে জিতেছেন।
ত্রিপুরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচন। তার আগে এই জয় স্বস্তি দিল বিজেপিকে। উপনির্বাচনে চারটি আসনের মধ্যে তিনটিতেই বড় ব্যবধানে জিতে বিজেপি প্রার্থীরা। তবে টাউন আগরতলা কেন্দ্রে সম্মানের লড়াইতে বাজিমাত করলেন বিজেপি থেকে সদ্য কংগ্রেসে যাওয়া সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman)।
Panihati By-Election: স্বামীর ছবিতে প্রণাম করে ভোটের লড়াইতে মীনাক্ষী
রবিবার সকালে ভোট গণনার শুরু থেকেই বিজেপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। সেই ট্রেন্ড বজায় রেখে চারটি কেন্দ্রের মধ্যে তিনটিই দখল করল বিজেপি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে সম্প্রতি বিপ্লব দেবকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছিল রাজ্যসভার সাংসদ মানিক সাহাকে (Manik Saha)। তাই মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বরদোয়ালি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস সাহাকে প্রায় ৮ হাজার ভোটে হারান।
এদিকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যাওয়া সুদীপ রায় বর্মনের কাছে এবারের ভোট ছিল সম্মানের লড়াই। সেই লড়াইতে সসম্মানে উত্তীর্ণ হলেন সুদীপ। তিনি ৩১৬৩ ভোটে জিতেছেন। তবে যুবরাজ নগর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ। তিনি ৪৫৪৪ ভোটে জিতেছেন। অপর কেন্দ্র সুরমাতেও ট্রেন্ড বলছে সেখানে জিততে চলেছেন বিজেপি প্রার্থী স্বপ্না দাস।
এদিকে, এই নির্বাচনে মোটেই দাগ কাটতে পারল না তৃণমূল ও সিপিএম। চারটে আসনেই তাদের প্রার্থীরা বড় ব্যবধানে হেরেছে।