আল-কায়েদা যোগ সন্দেহে ফের গ্রেফতার দুই যুবক। তারা বাংলার বাসিন্দা বলেই তদন্তকারীরা জানিয়েছেন। মুম্বই পুলিশের সাহায্য তাদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই দু জনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জঙ্গি কার্যকলাপ, মসজিদে ইমামতির আড়ালে জেহাদের বীজ ছড়ানো। এমনই দেশবিরোধী কাজের অভিযোগ রয়েছে। দু’জনই ডায়মন্ড হারবারের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার সকালে ডায়মন্ড হারবার পুলিশের একটি টিম, এসটিএফ ও মুম্বই এটিএসের যৌথ অভিযানে জালে আনা হয় তাদের। ধৃতদের নাম সমীর হোসেন শেখ ও সাদ্দাম হোসেন খান। জানা গিয়েছে, আল কায়দার শাখা সংগঠন কোয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত সমীর ও সাদ্দাম। মুম্বইয়ের নির্মলনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সন্দেহজনক ফোন অ্যাপ পাওয়া গিয়েছে বলে খবর। ধৃত সমীর ও সাদ্দামকে জিজ্ঞাসাবাদ চলছে।
রাজ্য পুলিশের এসটিএফের খবর, জঙ্গি সন্দেহে ধৃত সমীর হোসেন শেখের বাড়ি ডায়মন্ড হারবারের দেউলপোতায়। বর্ধমানের একটি মাদ্রাসার প্রাক্তন ছাত্র। স্থানীয় আবদালপুরের একটি মসজিদে ইমামতি করত। অভিযোগ, ইমামতির আড়ালেই জঙ্গিমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল সমীর। ছেলের জঙ্গিযোগ নিয়ে পরিবারের দাবি, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না।
ধৃত অপরজনের নাম সাদ্দাম হোসেন খান। সে পারুলিয়ার কোস্টাল থানা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জেহাদি কাজকর্মের অভিযোগ পেয়ে পুলিশ অপারেশনে নামে।