মধ্যপ্রদেশের উজ্জ্বইনে নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে তোলপাড় দেশ। প্রধান অভিযুক্ত রাকেশ মালভিয়াকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। যারা ওই নির্যাতিতাকে সাহায্য করেননি, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
গত সোমবার মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে একটি অটোতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সিসি ক্যামেরার ফুটেজে প্রথমে ওই নাবালিকাকে স্কুল ড্রেসে দেখা যায়। এরপর ক্যামেরায় দেখা যায়, অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হেঁটে যাচ্ছে। রাস্তায় কাতর আর্জি জানিয়েও তাঁকে কেউ সাহায্য করেনি বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: 'বাক স্বাধীনতার ধারণা ভারত অন্য কারও কাছে শিখবে না', কানাডাকে কড়া আক্রমণ জয়শঙ্করের
উজ্জ্বইনের পুলিশের অ্যাডিশনাল সুপারিডেন্ট জয়ন্ত সিং রাঠোর জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে। যদি দেখা যায়, আরও অনেক লোক ওই নাবালিকাকে সাহায্য করেনি, বা পুলিশকে জানায়নি, তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।