আদানি বিতর্কে বিজেপির লুকোচুপির কিছু নেই। মঙ্গলবার প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আদানি ইস্যুতে বিজেপির লুকনোর বা ভয় পাওয়ার কিছু নেই। ইতিমধ্যেই এই ইস্যুতে সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। গত কয়েকদিন আগে বাজেট অধিবেশনের জবাবী ভাষণে বিরোধীদের সেই আক্রমণ ফিরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছিলেন, ২০০৪ থেকে ২০১৪ ভারতের দুর্নীতির দশক বলে পরিচিত হয়ে আছে। প্রধানমন্ত্রীর পর এদিন আদানি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও।
মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের এক সমীক্ষা রিপোর্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সরগরম দেশের রাজনীতি। ওই রিপোর্টে অভিযোগ করা হয়েছে, সরকারি প্রভাবকে খাটিয়ে নিজের সম্পত্তির পরিমাণ বাড়িয়েছেন গৌতম আদানি। এই ইস্যুতেই এখন হাতিয়ার করেছে বিরোধীরা। ভোট ময়দানেও প্রচারে বিজেপিকে বিঁধছেন তারা। ইতিমধ্যেই আদানি-কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তৈরির দাবি উঠেছে।
এই আবহে মঙ্গলবার মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ জানিয়েছেন, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতে যে হেতু মামলাটি রয়েছে, তাই এক জন মন্ত্রী হিসাবে এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। তবে বিজেপির কিছু লুকোনোর নেই। আর কোনও কিছুতে ভয়ও নেই।