ভারতীয় কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজ ভূষণ সিং শরণের গ্রেফতারির দাবি দেশের বিভিন্ন কোণ থেকে দাবি উঠছে। এই পরিস্থিতিতে কুস্তিগীরদের আন্দোলন নিয়ে এই প্রথম মুখ খুলল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের সংযত থাকতেই অনুরোধ করেছেন। তাঁর অনুরোধ এমন কোনও কাজ করবেন না, যা তাঁদের বিপক্ষে যায়। এমনকী, উদীয়মান কুস্তিগীরদের প্রভাবিত করে।
মঙ্গলবারই এই ইস্যুতে কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা বেধে দিয়েছেন কুস্তিগীররা। আপাতত পদক বিসর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে তাঁরা এই ব্যাপারে কৃষক নেতাদের স্মরণাপন্ন হয়েছেন। তাঁদের এই সিদ্ধান্তের ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এই প্রথম কুস্তিগীরদের নিয়ে মুখ খুলল কেন্দ্র। যদিও অনুরাগের এই অনুরোধে খুব একটা চিড়ে ভেজেনি। কারণ, ব্রিজ ভূষণের গ্রেফতারির দাবিতে এখনও অনড় সাক্ষী মালিকরা।
এই পরিস্থিতিতে কলকাতায় তাঁদের পাশে দাঁড়িয়েছেন বাংলার ক্রীড়াবিদরা। তাঁদের মিছিল থেকেই ব্রিজ ভূষণের গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন, বিজেপি সাংসদকে গ্রেফতার করতে ভয় পাচ্ছে দিল্লির পুলিশ। সাক্ষীদের হয়ে বিচার প্রার্থনা করেছেন মমতা।