উত্তরপ্রদেশের ৭-দফা বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে আগামীকাল, অর্থাৎ, ১০ ফেব্রুয়ারি। এই বিশাল রাজ্যের পশ্চিমপ্রান্তের ১১’টি জেলার মোট ৫৮’টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার।
এই ৫৮’টি বিধানসভা কেন্দ্র এক সময় বহুজন সমাজ পার্টির ‘দুর্গ’ বলে পরিচিত ছিল। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ওই ৫৮’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৩’টি কেন্দ্রেই জয়ী হয়েছিল বিজেপি প্রার্থীরা। তারপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে বিএসপির একচ্ছত্র আধিপত্য টাল খায়।
আগামী ১০ মার্চ হবে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।
প্রসঙ্গত, যে কেন্দ্রগুলিতে আগামীকাল ভোট হবে, ২০১৩ সালে দাঙ্গার পর সেই কেন্দ্রগুলির জাঠ ভোট বিজেপির দিকে ঘুরে যায়। এই কেন্দ্রগুলিতে সব মিলিয়ে সংখ্যলঘু জনসংখ্যা ২৬ শতাংশ। যা গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক।
যে কেন্দ্রগুলির দিকে সকলের নজর থাকবে, সেগুলি হল- নয়ডা, মুজফফরনগর, মথুরা, কৈরানা, বাগপত এবং আতরৌলি।