ইতিমধ্যে একাধিক স্থান ও রেল স্টেশনের নাম পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। এবার বদল করা হল আমেঠির ৮টি স্টেশনের নাম। খুব শীঘ্রই ওই স্টেশনগুলির নতুন নামে দেখা যাবে। এমনকি রেলের সাইটেও দ্রুত নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন উত্তর রেলের লখনউ কমার্শিয়াল ম্যানেজার রেখা শর্মা।
যেসব স্টেশনের নাম বদল করা হয়েছে সেগুলি হল কাশিমপুর হল্ট, জাইস, বানি, মিসরৌলি, নিহালগড়, আকবরগঞ্জ, ওয়ারিশগঞ্জ এবং ফুরসত গঞ্জ। ওই স্টেশনগুলির নয়া নামগুলি হল যথাক্রমে জাইস সিটি, গুরু গোরক্ষনাথ ধাম, স্বামী পরমংস, মা কালীকান ধাম, মহারাজা বিজলি পাসি, মা আহোরা ভবানী ধাম, অমর শহিদ ভালে সুলতান, তপেশ্বরনাথ ধাম।
জানা গিয়েছে, নাম বদলের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছিল উত্তরপ্রদেশ সরকার। সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই সুপারিশ মঞ্জুর করেছে।