সৎকারের টাকা না থাকায় মায়ের দেহ বাড়িতে রেখে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য উত্তরপ্রদেশে(UP Man hides Mother's Body)। মৃত মহিলার নাম শান্তিদেবী। বছর ৮২-এর ওই মহিলা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা বলেই দাবি স্থানীয়দের। মৃতার ছেলে নিখিল মিশ্র ওরফে ডাব্বু মদ্যপ এবং মানসিক ভারসাম্যহীন বলেও জানতে পেরেছে পুলিশ(UP Police)। তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হল তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তাঁর ছেলে।
এলাকাবাসীর দাবি, বেশ কিছুদিন ধরেই ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ(UP Man hides Mother's Body) পাচ্ছিলেন তাঁরা। গত দু-তিনদিন ধরে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে(UP Man hides Mother's Body) শেষপর্যন্ত পুলিশের দারস্থ হন গুলরিহার শিবপুর-শাহবাজগঞ্জ(Uttar Pradesh) এলাকার মানুষ। পুলিশ এসে বাড়িতে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। দেখা যায়, শান্তিদেবীর মৃতদেহ আগলে ওই বাড়িতেই রয়েছেন ৪৫ বছর বয়সি ওই মদ্যপ ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পুলিশের(UP Police) কাছে তিনি জানান, সৎকারের টাকা না থাকায় বাড়িতেই মায়ের মৃতদেহ লুকিয়ে রেখেছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃতার একমাত্র ছেলে এই নিখিল মিশ্র(UP Man hides Mother's Body)। বিবাহিত নিখিলের এক ছেলেও আছে। তবে স্ত্রীর সঙ্গে নিয়মিত দুর্ব্যবহারের জেরে দিন পনেরো আগে ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান নিখিলের স্ত্রী। এরপর থেকে বাড়িতে মায়ের সঙ্গেই ছিলেন নিখিল।