যেন পুরো সিনেমার দৃশ্য! দিনেদুপুরে সাদা এসইউভি থেকে বেরিয়ে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। যিনি ২০০৫ সালে উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পাল হত্যার সাক্ষী ছিলেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সেই ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। খুন হওয়া ব্যক্তির নাম উমেশ পাল। রাজু পাল হত্যায় মূল অভিযোগ ছিল কুখ্যাত দুষ্কৃতী তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে। সেই মামলার সাক্ষী ছিলেন উমেশ পাল। তাঁর জীবনহানি হওয়ার আশঙ্কায় প্রশাসন থেকে দু’জন পুলিশকর্মীকে দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল।
সাদা রঙের এসইউভি বাড়ির সামনে থামতেই দরজা খুলে নেমে এসেছিলেন উমেশ পাল। আর ঠিক তখনই পিছন থেকে আচমকাই তাঁকে লক্ষ করে পর পর গুলি চালান এক ব্যক্তি। গুলি লাগার পর পালিয়ে পাশের গলিতে ঢুকে পড়েছিলেন উমেশ। উমেশের পিছু ধাওয়া করে গুলি করেন আততায়ী। উমেশের দুই দেহরক্ষীকেও গুলি করেন হত্যাকারী।
ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা উমেশকে 'মৃত' বলে ঘোষণা করেন। তাঁর দুই দেহরক্ষীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।