খোঁজ খোঁজ খোঁজ, ইকো বেপাত্তা। গোটা শহরজুড়েই চলছে তল্লাশি। কিন্তু ইকোর পাত্তা নেই, কে ইকো? দাগি আসামী নাকি খুনি? না ইকো মীরাট শহরের পুলিশ কমিশনারের পোষ্য। সে নিখোঁজ হতেই শহরে চলল চিরুনি তল্লাশি।
পুলিশ কমিশনার সেলভা কুমারী জে’র পোষ্য জাতে জার্মান শেফার্ড। তাকে খুঁজতে নাভিশ্বাস উঠছে মিরাট পুলিশের। রবিবার সন্ধ্যা থেকে ইকো নিখোঁজ।
ইকোর ছবি পৌঁছে যায় পুলিশের হাতে। শুরু হয় শহরজুড়ে তল্লাশি, মীরটের ৫০০ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এলাকার রাস্তাঘাট, নির্জন জায়গা, পোড়ো বাড়ি, ঝোপঝাড়ে, তল্লাশিতে বাদ পড়েনি কিছুই।